শুধুই কি গুণ? নাকি কোনও বাজে দিকও রয়েছে কড়াইশুঁটি খাওয়ার?

অতিরিক্ত কড়াইশুঁটি খেলে কি কোনও সমস্যা হতে পারে?



কোনও কিছুই অতিরিক্ত পরিমাণে খাওয়া ভাল নয়। এর অত্যধিক সেবন স্বাস্থ্যের ক্ষতি হতে পারে।

এতে হজমের সমস্যা এবং আর্থ্রাইটিসের ঝুঁকি বেড়ে যায়।

যাঁদের শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি। তাঁরা অবশ্যই এড়িয়ে চলুন এটি।

কড়াইশুঁটি রয়েছে ভিটামিন কে। এটি শরীরে অতিরিক্ত পরিমাণে গেলে তা রক্তকে পাতলা করে দেয়

কড়াইশুঁটিতে থাকে ভিটামিন-কে রক্তে প্লেটলেটও কমিয়ে দিতে পারে।

এটি ক্ষত নিরাময় এবং দ্রুত টিস্যু মেরামতকে বাধাগ্রস্ত করতে পারে।

যাঁদের পাকস্থলীতে আলসার, রক্ত জমাট বাঁধা, থ্রম্বোফ্লেবিটিসের মতো সমস্যা আছে তাঁরা অতিরিক্ত কড়াইশুঁটি খাওয়া তাঁরা এড়িয়ে চলুন।

এছাড়াও ডায়রিয়ার সমস্যা বৃদ্ধি করতে পারে কড়াইশুঁটি।