দীপাবলির আগেই ভারতে শুরু হয়ে যাবে 5G পরিষেবা। সোমবার তেমনই ঘোষণা করেছে রিলায়েন্স।
একবার এই পরিষেবা শুরু হলে আরও দ্রুত ইন্টারনেটের গতি, ভালো নেটওয়ার্ক, স্থিতিশীল সংযোগ ও হাই ডেফিনিশন 4K ভিডিও দেখতে পারবে দেশবাসী।
অনেক স্মার্টফোন কোম্পানি ইতিমধ্যেই 5G সাপোর্ট করে এমন ফোন বাজারে এনেছে। Nokia, Oppo, Xiaomi, Samsung ও অন্যান্য বড় কোম্পানি বাজারে 5G ফোন এনেছে।
আপনি যদি আপনার বর্তমান ফোনটি ৫জি পরিষেবার জন্য বদলাতে না চান তাহলে পরীক্ষা করে নিন এই নেটওয়ার্ক।
এটি পরীক্ষা করতে আপনি আপনার Android ফোনে এই সহজ পদক্ষেপগুলি অনুসরণ করুন৷
প্রথমত, আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেটিংসে যান।এখানে, 'Wi-Fi ও নেটওয়ার্ক' অপশনে যান। কিছু ফোনে এর নাম হতে পারে 'নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট' বা শুধু 'নেটওয়ার্ক'।
যদি আপনার স্মার্টফোনটি 5G নেটওয়ার্ক সমর্থন করে তবে এখানে আপনি 4G ও 3G-র সঙ্গে 5G বিকল্প দেখতে পাবেন।
যদি এটি না থাকে, তবে আপনার স্মার্টফোনটি 5G সাপোর্ট করবে না। সেই পরিস্থিতিতে আপনাকে 5G সাপোর্ট করে এমন একটি স্মার্টফোন কেনার কথা ভাবতে হবে।