প্রতিদিনই কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। রোজ ব্য়বহারে ধীরে ধীরে স্লো হচ্ছে ল্য়াপটপ বা কম্পিউটার?
ABP Ananda
Image Source: pexels

প্রতিদিনই কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। রোজ ব্য়বহারে ধীরে ধীরে স্লো হচ্ছে ল্য়াপটপ বা কম্পিউটার?

এমন সমস্যা অনেকেরই হয়। তার ফলে নিয়মিত ল্যাপটপ বা ডেস্কটপ দেখভালের কাজ করতে হয়।
ABP Ananda
Image Source: pexels

এমন সমস্যা অনেকেরই হয়। তার ফলে নিয়মিত ল্যাপটপ বা ডেস্কটপ দেখভালের কাজ করতে হয়।

এমন কিছু টুলস রয়েছে যা ব্যবহার করলে ডেস্কটপের তথ্য নিরাপদ থাকে, গতিও ঠিক থাকে।
ABP Ananda
Image Source: pexels

এমন কিছু টুলস রয়েছে যা ব্যবহার করলে ডেস্কটপের তথ্য নিরাপদ থাকে, গতিও ঠিক থাকে।

ব্যবহার করা যায় ডিস্ক ডিফ্র্যাগমেন্টার।
Image Source: pexels

ব্যবহার করা যায় ডিস্ক ডিফ্র্যাগমেন্টার।

Image Source: pexels

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি থাকে। কম্পিউটারের স্পিড বাড়াতে সাহায্য করে।

Image Source: pexels

সিস্টেম রিস্টোর-এই অপশন কাজে লাগবে। হ্যাং হয়ে গেলে এই অপশন ব্যবহার করা যায়।

Image Source: pexels

ব্যবহার করা যায় উইন্ডোজ মেমোরি ডায়গনস্টিক টুল।

Image Source: pexels

কম্পিউটারে মেমোরি নিয়ে কোনও সমস্যা হলে, এটা নিজে কাজ শুরু করে।

Image Source: pexels

কখনও কম্পিউটার হ্যাং করলে একসঙ্গে Alt, ctrl ও del--প্রেস করুন, টাস্ক ম্যানেজার খুলবে।

Image Source: pexels

টাস্ক ম্যানেজার থেকে আলাদা করে বন্ধ করা যায় কোনও প্রোগ্রাম, যার জন্য কম্পিউটার স্লো হচ্ছে।