Image Source: pexels

প্রতিদিনই কাজের জন্য কম্পিউটার ব্যবহার করতে হয়। রোজ ব্য়বহারে ধীরে ধীরে স্লো হচ্ছে ল্য়াপটপ বা কম্পিউটার?

Image Source: pexels

এমন সমস্যা অনেকেরই হয়। তার ফলে নিয়মিত ল্যাপটপ বা ডেস্কটপ দেখভালের কাজ করতে হয়।

Image Source: pexels

এমন কিছু টুলস রয়েছে যা ব্যবহার করলে ডেস্কটপের তথ্য নিরাপদ থাকে, গতিও ঠিক থাকে।

Image Source: pexels

ব্যবহার করা যায় ডিস্ক ডিফ্র্যাগমেন্টার।

Image Source: pexels

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি থাকে। কম্পিউটারের স্পিড বাড়াতে সাহায্য করে।

Image Source: pexels

সিস্টেম রিস্টোর-এই অপশন কাজে লাগবে। হ্যাং হয়ে গেলে এই অপশন ব্যবহার করা যায়।

Image Source: pexels

ব্যবহার করা যায় উইন্ডোজ মেমোরি ডায়গনস্টিক টুল।

Image Source: pexels

কম্পিউটারে মেমোরি নিয়ে কোনও সমস্যা হলে, এটা নিজে কাজ শুরু করে।

Image Source: pexels

কখনও কম্পিউটার হ্যাং করলে একসঙ্গে Alt, ctrl ও del--প্রেস করুন, টাস্ক ম্যানেজার খুলবে।

Image Source: pexels

টাস্ক ম্যানেজার থেকে আলাদা করে বন্ধ করা যায় কোনও প্রোগ্রাম, যার জন্য কম্পিউটার স্লো হচ্ছে।