চলতি বছর জুলাই মাসে ভারতে ২.৩ মিলিয়নের বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে।

জুন মাসে ২২ লক্ষেরও বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়েছিল দেশে।

ইউজারদের নিরাপত্তার ব্যাপারে বরাবরই সতর্ক হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এর আগেও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। বিপুল সংখ্যক অ্যাকাউন্ট ব্যান করা হয়েছে।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, এই সমস্ত অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে বিভিন্ন ইউজারদের অভিযোগের ভিত্তিতে।

তবে অ্যাকাউন্ট নিষিদ্ধ করার অর্থ সরাসরি ইউজারদের কোনও ব্যান নোটিস পাঠানো নয়।

বরং বিভিন্ন ইউজারদের থেকে পাওয়া অভিযোগ বিশেষজ্ঞদের মাধ্যমে খতিয়ে দেখা হয়েছে।

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে যেসব অ্যাকাউন্ট ব্যান হয়েছে তার মাধ্যমে আপত্তিকর বা ক্ষতিকর আচরণ করা হয়েছে।

এর আগেও ইউজারদের নিরাপত্তা ও সুরক্ষার খাতিরে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ এভাবে বিপুল সংখ্যক অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে।

বর্তমানেও সেই ট্রেন্ড বজায় রেখেছে এই মেসেজিং অ্যাপ সংস্থা। ইউজারদের সুরক্ষাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।