Image Source: pexels

৬ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টেই রেডমি নোট ১১এসই ফোন লঞ্চ হয়েছে ভারতে।

Image Source: pexels

ভারতে রেডমি নোট ১১এসই ফোনের উল্লিখিত ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা।

Image Source: pexels

Bifrost Blue, Cosmic White, Space Black, Thunder Purple- চারটি রঙে রেডমির এই নতুন ফোন দেশে লঞ্চ হয়েছে।

Image Source: pexels

mi.com এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে রেডমির এই স্মার্টফোন।

Image Source: pexels

আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ইএমআই ট্রানজাকশন করলে এই ফোনের দামে ইন্সট্যান্ট ১২৫০ টাকা ছাড় পাওয়া যাবে।

Image Source: pexels

অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশন করলে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে।

Image Source: pexels

ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফারে রেডমির এই ফোন কিনলে ১৩,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব।

Image Source: pexels

SBI Mastercard ডেবিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে।

Image Source: pexels

Google Nest Hub এবং Google Nest Mini- তেও রেডমির এই ফোনের দামে ছাড় রয়েছে।

Image Source: pexels

এক্ষেত্রে যথাক্রমে ৪৯৯৯ টাকা এবং ১৯৯৯ টাকা ছাড় পাওয়া যাবে।