৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ নিয়ে একটিই ভ্যারিয়েন্টেই রেডমি নোট ১১এসই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভারতে রেডমি নোট ১১এসই ফোনের উল্লিখিত ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। Bifrost Blue, Cosmic White, Space Black, Thunder Purple- চারটি রঙে রেডমির এই নতুন ফোন দেশে লঞ্চ হয়েছে। mi.com এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাচ্ছে রেডমির এই স্মার্টফোন। আইসিআইসিআই ব্যাঙ্কের কার্ডে ইএমআই ট্রানজাকশন করলে এই ফোনের দামে ইন্সট্যান্ট ১২৫০ টাকা ছাড় পাওয়া যাবে। অন্যদিকে আইসিআইসিআই ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে নন-ইএমআই ট্রানজাকশন করলে ১০০০ টাকা ছাড় পাওয়া যাবে। ফ্লিপকার্টের এক্সচেঞ্জ অফারে রেডমির এই ফোন কিনলে ১৩,৪০০ টাকা পর্যন্ত ছাড় পাওয়া সম্ভব। SBI Mastercard ডেবিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে ইন্সট্যান্ট ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। Google Nest Hub এবং Google Nest Mini- তেও রেডমির এই ফোনের দামে ছাড় রয়েছে। এক্ষেত্রে যথাক্রমে ৪৯৯৯ টাকা এবং ১৯৯৯ টাকা ছাড় পাওয়া যাবে।