দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ট্যুইটারে চালু হতে চলেছে এডিট অপশন।

অর্থাৎ ট্যুইট এডিট করার অপশন পাবেন ইউজাররা। তবে সবাই নয়।

প্রাথমিক পর্যায়ে ‘ব্লু টিক’ অ্যাকাউন্ট হোল্ডাররা এই ফিচারের সুবিধা পাবেন।

ট্যুইট করার আধঘণ্টা অর্থাৎ ৩০ মিনিট পর পর্যন্ত ট্যুইট এডিটের সুযোগ পাওয়া যাবে।

এডিটেড ট্যুইটের সঙ্গে অরিজিনাল ট্যুইটও দেখা যাবে। ফলে পরিবর্তন বোঝা যাবে।

শোনা গিয়েছে যে ট্যুইটারের এই নতুন ফিচার একটি দেশে প্রথম রোল আউট করা হবে।

এডিট অপশনের সাহায্যে ভুল বানান বা ভুল হ্যাশট্যাগ বদলানোর সুযোগ পাওয়া যাবে।

কোন দেশে এই ফিচারের রোল আউট প্রথমে শুরু হবে সেটা স্পষ্ট নয়।

ট্যুইটের এডিট অপশনও কবে চালু হবে নিশ্চিত ভাবে তা এখনও জানা যায়নি।

শোনা যাচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যুইটারের এই ফিচারের রোল আউট শুরু হবে।

Thanks for Reading. UP NEXT

কম্পিউটার স্লো? এগুলো করে দেখুন

View next story