প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অক্টোবরে ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে 5G নেটওয়ার্ক। ইতিমধ্য়েই Jio, Airtel নির্দিষ্ট শহরে তাদের নিজস্ব 5G পরিষেবা শুরু করেছে।

নতুন এই 5G পরিষেবা ব্যবহার করার জন্য আপনাকে পুরনো 4G সিম আপগ্রেড করতে হবে। এখন আপগ্রেড করার সময় কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হবে গ্রাহককে।

কারণ ইতিমধ্য়েই ৫জি আপগ্রেডেশন নিয়ে প্রতারণার জাল বিছিয়েছে স্ক্যামাররা। এই প্রতারণার মাধ্যমে স্ক্যামাররা সিম আপগ্রেড করার প্রক্রিয়ায় আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি করতে পারে।

সাইবার সিকিউরিটি ইউনিটগুলো ইতিমধ্য়েই বিষয়টি নিয়ে মানুষকে সতর্ক করেছে। গ্রাহকরা যেন কোনও ধরনের সিম আপগ্রেডের বিষয়ে যাওয়ার আগে সতর্ক হোন তাই এই বার্তা দিচ্ছে সংস্থাগুলি।

মূলত, '4G সিম 5G-তে আপগ্রেড করতে আপনাকে এই বার্তা পাঠাচ্ছে জালিয়াতরা।

যেখানে বলা হচ্ছে, ৫জিতে আপনার মোবাইল পরিষেবা উন্নীত করার জন্য নির্দিষ্ট লিঙ্ক পাঠাচ্ছে প্রতারকরা।

ভুল করে এই লিঙ্ক ক্লিক করলেই আপনার ফোন হ্যাক হয়ে যেতে পারে। আপনিও এই ৫জি কেলেঙ্কারির শিকার হতে পারেন।

এর পরে স্ক্যামাররা আপনার ব্যাঙ্কের বিবরণও সহজেই পেয়ে যাবে। আমরা আপনাকে জানিয়ে রাখি, এই লিঙ্কগুলি টেলিকম অপারেটরদের নামে পাঠানো হচ্ছে।

এর মধ্যে অনেক মেসেজে ওটিপিও চাওয়া হচ্ছে। এই ফাঁদে পা দিলেই ফাঁকা হবে অ্য়াকাউন্ট।

মনে রাখবেন, 5G নেটওয়ার্ক পুরনো 4G সিমেও কাজ করবে। এর জন্য আপনাকে আপনার সিম আপগ্রেড করার প্রয়োজন নেই।

Thanks for Reading. UP NEXT

ভারতে হাজির নতুন বাজেট ফোন রেডমি এ১ প্লাস

View next story