রেডমি সংস্থার নতুন বাজেট ফোন রেডমি এ১ প্লাস লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ২ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯৯৯ টাকা। অন্যদিকে ৩ জিবি র্যাম এবং ৩২ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ৭৯৯৯ টাকা। কালো, হাল্কা নীল এবং হাল্কা সবুজ রঙে ভারতে লঞ্চ হয়েছে রেডমি এ১ প্লাস ফোন। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের পাশাপাশি এই ফোন কেনা যাবে Mi.com, Mi Home stores এবং শাওমির রিটেল পার্টনারদের থেকে। ১৭ অক্টোবর ভারতীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হবে রেডমি এ১ প্লাস ফোনের বিক্রি। AI ফিচার সম্পন্ন ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রেডমি এ ১ প্লাস ফোনে। এই ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর নচ ডিজাইনের মধ্যে রয়েছে ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রেডমি এ১ প্লাস ফোনে ৫০০০ এমএএইচের ব্যাটারির সঙ্গে রয়েছে ১০ ওয়াটের চার্জিং ফিচার।