বেস্ট ফিচার ফিল্ম পুরস্কার পায় 'রকেটরি: দ্য নাম্বি এফেক্ট'। ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেত্রী হলেন আলিয়া ভট্ট 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির জন্য। ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেত্রী হলেন কৃতী শ্যানন 'মিমি' ছবির জন্য। ফিচার ফিল্ম বিভাগে সেরা অভিনেতা হলেন অল্লু অর্জুন 'পুষ্পা: দ্য রাইজ' ছবির জন্য। ফিচার ফিল্ম বিভাগে সেরা বাংলা ছবি হিসেবে নির্বাচিত 'কালকক্ষ: হাউজ অফ টাইম'। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবি হিসেবে নির্বাচিত 'সর্দার উধম'। ফিচার ফিল্ম বিভাগে সেরা সহ অভিনেতা হলেন পঙ্কজ ত্রিপাঠী 'মিমি' ছবির জন্য। ফিচার ফিল্ম বিভাগে সেরা সহ অভিনেত্রী হলেন পল্লবী যোশী 'দ্য কাশ্মীর ফাইলস' ছবির জন্য। সেরা নেপথ্য গায়িকা হিসেবে সম্মানিত হলেন শ্রেয়া ঘোষাল 'ইরাভিন নিজহাল' ছবির জন্য। সেরা নেপথ্য গায়ক হিসেবে সম্মানিত হলেন কালা ভৈরব 'আর আর আর' ছবির জন্য।