মহার্ঘ ভাতার পর আরও একটি ভাতা বাড়াতে পারে কেন্দ্রীয় সরকার। সূত্রের খবর,শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে কেন্দ্র।

এখন সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে সরকার। এর পাশাপাশি, অর্থ মন্ত্রক কর্মীদের অফিশিয়াল সফরের বিষয়ে নতুন নিয়ম করেছে।

সম্প্রতি অর্থ মন্ত্রণকের ব্যয় বিভাগ (ডিওই) একটি নোটিস জারি করেছে। নোটিস অনুসারে, কর্মচারী অফিশিয়াল ট্যুরে তেজস ট্রেনে ভ্রমণ করতে পারবেন।

অফিশিয়াল সফরে তেজসে ভ্রমণ করলে সরকার ভাড়ায় ছাড় দেবে। এখানেই শেষ নয়। অফিয়াল ট্যুর ছাড়াও, এই ভ্রমণ ভাতা কর্মচারীকেও দেওয়া হবে।

যে কোনও সফর, প্রশিক্ষণ, ট্রান্সফার বা অবসরের ক্ষেত্রে প্রযোজ্য হবে। রিপোর্টে দাবি করা হয়েছে, সরকার শীঘ্রই কর্মচারীদের ভ্রমণ ভাতা বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে

মূলত, কেন্দ্রীয় কর্মচারীদের ভ্রমণ ভাতা মোট তিনটি বিভাগে ভাগ করা হয়েছে। প্রথম লেভেলে ১৩৫০ টাকা ভ্রমণ ভাতা পাওয়া যায়।

লেভেল ৩ থেকে ৪-এর কর্মীরা ৩৬০০ টাকা পর্যন্ত ভ্রমণ ভাতা পান। পাশাপাশি স্কেল ৯-এর উপরের স্তরে, ৭,২০০ টাকার বেশি ভ্রমণ ভাতা পাওয়া যায়।

এর পাশাপাশি শহর অনুযায়ী ভ্রমণ ভাতাও নির্ধারণ করা হচ্ছে। আপনি যদি মহানগরে থাকেন ও লেভেল ৯-এর ওপরের কর্মচারী হন, তাহলে আপনি ৭২০০ টাকা ভ্রমণ ভাতা পাবেন।

অন্যদিকে, ছোট শহরের কর্মচারীরা পাবেন ৩,৬০০ টাকা । সেই ক্ষেত্রে সবচেয়ে ছোট শহরের কর্মচারীরা ১,৮০০ টাকা টিএ হিসাবে পাবেন।

অন্যদিকে, লেভেল ১ ও ২ এর কর্মীরা বড় শহরে ১৩৫০ টাকা ও ছোট শহরে ৯০০ টাকা ভ্রমণ ভাতা পাবেন।

লেভেল ১৪-র স্তরের ওপরের কেন্দ্রীয় কর্মচারীরা ক্যাবিনেট সচিব পদমর্যাদার পাবেন। তাঁরা প্রতি মাসে একটি গাড়ির ভাতা পান। তাদের গাড়ির জন্য ১৫,৭৫০ টাকা দেওয়া হয়।

Thanks for Reading. UP NEXT

আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা, এই কাজ করেছেন তো ?

View next story