স্টেট ব্যাঙ্ক দিচ্ছে দারুণ সুযোগ। এবার দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সঙ্গে ব্যবসা করতে পারেন আপনিও।
বড় অঙ্কের অর্থ উপার্জনের কথা ভাবলে SBI-এর সঙ্গে কম খরচে ব্যবসা শুরু করুন। নিশ্চিত লাভের মুখ দেখতে পারেন আপনি।
বর্তমানে এটিএম সম্পর্কিত ব্যবসার সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক। যাতে সহজেই প্রতি মাসে ৭০ থেকে ৮০ হাজার টাকা আয় করা যায়।
মনে রাখবেন যে জায়গায় এটিএম বসানো হবে, তা যেন স্পষ্টভাবে রাস্তা থেকে দেখা যায়। যাতে গ্রাহকদের এটিএম খুঁজতে কোনও সমস্যা না হয়
SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি পেতে প্রথমেই নিজের পরিচয়পত্র দেখাতে হবে আবেদনকারীকে। সেই ক্ষেত্রে Aadhaar Card, Pan Card, Voter Card হবে তাঁর প্রমাণের নথি।
ঠিকানার প্রমাণ হিসাবে Ration Card, Electricity Bill দেখাতে হবে। এ ছাড়াও ব্যাঙ্ক অ্যাকাউন্ট, পাসবুক, ছবি দেখাতে হবে আবেদনকারীকে।
SBI ATM-এর ফ্র্যাঞ্চাইজি নিলে প্রতি নগদের লেনদেনে ৮টাকা ও নগদবিহীন লেনদেনে ২ টাকা করে কমিশন পাবেন ফ্র্যাঞ্চাইজি হোল্ডার।
যদি প্রতিদিন ২৫০টি করে লেনদেন হয় তাহলে মাসে ৪৫,০০০টাকা আয় হবে আপনার। একইভাবে দিনে ৫০০ লেনদেন হলে (৮৮,০০০-৯০,০০০)টাকা কমিশন