আধার কার্ড নিয়ে নতুন নির্দেশিকা জারি করল সরকার। আপনার আধার কার্ডের ১০ বছর পূর্ণ হলে অবশ্যই কাজে লাগবে এই খবর।

সম্প্রতি আধার নিয়মে কিছু সংশোধন করেছে UIDAI । যেখানে কার্ড ১০ বছর পুরনো হলেই তা আপডেট করতে বলেছে সরকার।

সূত্রের খবর, ইতিমধ্য়েই আধার কার্ডের এই নতুন নির্দেশিকার বিষয়ে নোটিস জারি করেছে ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক।

আধার আপডেট সেন্ট্রাল আইডেন্টিটি ডেটা রিপোজিটরি (CIDR) এই নতুন প্রাসঙ্গিক তথ্যের বিষয়ে যাচাই করবে।

বিজ্ঞপ্তি বলছে, পরিচয় ও ঠিকানার প্রমাণের নথিগুলি আধার কার্ডের তালিকাভুক্তির প্রতি ১০ বছর পূর্ণ হওয়ার পরে অন্তত একবার আপডেট করা উচিত।

১ আধার আপডেট পোর্টালে যান ও আপনার ঠিকানা অনলাইনে আপডেট করুন এ ক্লিক করুন।
২ আপনার যদি বৈধ ঠিকানা প্রমাণ থাকে, তাহলে ঠিকানা আপডেট করতে এগিয়ে যান ট্যাবে ক্লিক করুন।

৩ একটি নতুন পৃষ্ঠা খুলবে, আপনার ১২-সংখ্যার আধার নম্বর লিখুন ও ওটিপি পাঠান এ ক্লিক করুন।
৪ এবার আধারের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, এটি লিখুন।

৫ এখানে অ্যাড্রেস প্রুফ দিয়ে ঠিকানা আপডেট করুন বা আপডেট ঠিকানা ভিস সিক্রেট কোড বিকল্পটি নির্বাচন করুন।
৬ ঠিকানার প্রমাণ (POA) এ প্রদত্ত আপনার ঠিকানা লিখুন ও প্রিভিউ বোতামে ক্লিক করুন।

৭ আপনি যদি ঠিকানা সম্পাদনা করতে চান, তাহলে পরিবর্তন এ ক্লিক করুন ও ঘোষণায় টিক দিন ও জমা দিন বোতামটি টিপুন।
৮ এখন নথির টাইপটি নির্বাচন করুন, যা আপনি যাচাইয়ের জন্য POA হিসাবে দিচ্ছেন।

৯ ঠিকানা প্রমাণের স্ক্যান কপি আপলোড করুন ও জমা দিন বোতামে ক্লিক করুন।
১০ এরপরই আপনার আধার আপডেটের অনুরোধ গ্রহণ করা হবে ও আপনাকে একটি ১৪ সংখ্যার URN দেওয়া হবে