প্রথমেই প্রভিডেন্ট ফান্ড মেম্বারদের যেতে হবে ইপিএফও-এর ওয়েবসাইট epfindia.gov.in-এ।
ABP Ananda

প্রথমেই প্রভিডেন্ট ফান্ড মেম্বারদের যেতে হবে ইপিএফও-এর ওয়েবসাইট epfindia.gov.in-এ।

ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে 'Services'সেকশন।
ABP Ananda

ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে 'Services'সেকশন।

সেখান থেকে বেছে নিতে হবে 'For Employees' অপশন।
ABP Ananda

সেখান থেকে বেছে নিতে হবে 'For Employees' অপশন।

ওই নির্দিষ্ট সেকশনে 'Member Passbook' অপশনে ক্লিক করতে হবে।

ওই নির্দিষ্ট সেকশনে 'Member Passbook' অপশনে ক্লিক করতে হবে।

মেম্বার পাসবুকে ক্লিক করলেই তা পৌঁছে যাবে লগ ইন পেজে।

লগ ইন পেজে গিয়ে লিখতে হবে আপনার UAN নম্বর।

নির্দিষ্ট পাসওয়ার্ড ও ক্যাপচা কোড ফিল আপ করে করতে হবে লগ ইন।

ডাউনলোড পাসবুক অপশনে ক্লিক করলেই দেখতে পাবেন পাসবুক।

উমঙ্গ অ্যাপের মাধ্যমেও UAN নম্বর ও রেজিস্টার মোবাইলে আসা ওটিপি থেকে দেখা যাবে পাসবুক।

পাসবুকেই আপনার ও চাকরিদাতার দেওয়া টাকা ও জমা পড়া সুদের অঙ্ক আলাদা করে উল্লেখ থাকবে।