দই খাওয়ার পাশাপাশি ত্বকেও ব্যবহার করা যায়। এতে নানা উপাদান যা ত্বকের স্বাস্থ্যের জন্যও উপকারী।

দইয়ে A, B2, B12 এবং E, প্রোটিন, ক্যালসিয়াম, জিঙ্ক, পটাসিয়াম, ফ্যাটি অ্যাসিড এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদান রয়েছে।

দইয়ে আছে ভিটামিন B। যা শুষ্ক ত্বককে ময়শ্চারাইজ, হাইড্রেট করে।

দইয়ে আছে ল্যাকটিক অ্যাসিড। যা ত্বকের মৃত কোষ দূর করে।

ত্বকের ট্যান দূর করে দই।

দই একটি প্রাকৃতিক অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল। যা ব্রণ নিরাময় করে।

দইতে থাকা ভিটামিন B12 ত্বকের হাইপারপিগমেন্টেশনকে উন্নত করে।

ভিটামিন B2 স্বাস্থ্যকর ত্বকের কোষের বৃদ্ধি বাড়ায়।

দই চোখের নিচের কালো দাগ এবং ফোলাভাব কমাতে সাহায্য করে।