Image Source: Pexels

আমন্ড অত্যন্ত পুষ্টিকর এবং উপকারী, ঠিক একইরকম ভাবে উপকারী আমন্ডের খোসাও।

Image Source: Pexels

আমন্ডের খোসায় রয়েছে প্রচুর ভিটামিন, খনিজ এবং অ্যান্টি অক্সিড্যান্ট।

Image Source: Pexels

ভিটামিন ই থাকায় চুলের জন্য আমন্ডের খোসা ভাল।

Image Source: Pexels

ডিম, মধু ও অ্যালোভেরার সঙ্গে মিশিয়ে চুলে মেখে, কিছুক্ষণ পরে ধুয়ে নিতে হবে।

Image Source: Pexels

ত্বক ভাল রাখতেও উপযোগী আমন্ডের খোসা। দূর করে ব্রণ, ফুসকুড়ি।

Image Source: Pexels

আমন্ডের খোসা বেটে নিয়ে নিয়ে সেটা মাখতে হবে।

Image Source: Pexels

মাথার ত্বকের সমস্যা মেটাতেও কার্যকরী আমন্ডের খোসা।

Image Source: Pexels

মাথার ত্বকে চুলকানি থাকলে, উকুনের সমস্যা থাকলে আমন্ড ও আমন্ডের খোসা একসঙ্গে বেটে সেটা মাথার ত্বকে লাগিয়ে রেখে, ধুয়ে নিতে হবে।

Image Source: Pexels

ভরপুর অ্যান্টি অক্সিড্যান্ট এং ভিটামিন ই থাকায় সামগ্রিক ভাবে ত্বকের জন্য উপকারী আমন্ড।

Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।