Image Source: Pexels

বয়স বাড়তে থাকলেই জবাব দেয় শরীর। হাড়ের সমস্যা শুরু হয়। ব্যথা হয় গাঁটেও।

Image Source: Pexels

সুস্থ থাকতে প্রতিদিন হালকা শরীরচর্চা প্রয়োজন। দরকার নিয়মিত হাঁটাও।

Image Source: Pexels

কিন্ত ব্যথার জন্য হাঁটতে অসুবিধা হয় বয়স্কদের।

Image Source: Pexels

এমন হলে বেশ কিছু দিকে নজর দিয়ে হাঁটার অভ্যায় বজায় রাখার চেষ্টা করতে পারেন।

Image Source: Pexels

ধীরে ধীরে হাঁটতে হবে। যতটা সহ্য করা যাবে ততটাই।

Image Source: Pexels

উপযুক্ত জুতো পরে হাঁটতে হবে। অসমান, উঁচু-নীচু জমিতে হাঁটা চলা একেবারেই নয়।

Image Source: Pexels

সমতল জমিতে হাঁটলে হাঁটু ও পায়ে চাপ কম পড়বে।

Image Source: Pexels

প্রয়োজনে নি-ক্যাপ, অ্যাঙ্কলেট পরতে হবে।

Image Source: Pexels

আর্থারাইটিস বা হাড় সংক্রান্ত কোনও সমস্যা থাকলে আগে বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে সেভাবেই শরীরচর্চা করা উচিত।

Image Source: Pexels

ডিসক্লেইমার : কপিতে উল্লেখিত দাবি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় ডায়েটের জন্য বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন।