আধার কার্ডের দুটি পরিষেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল UIDAI। এর প্রভাব পড়বে আমার-আপনার ওপর।

বর্তমান আধার কেবল আর আপনার পরিচয়পত্র নয়। সরকারি কাজ থেকে শুরু করে ব্যাঙ্কিং বা অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে আধার থাকা বাধ্যতামূলক।

UIDAI পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত Address Validation Letter-এর মাধ্যমে আধার কার্ডে ঠিকানা আপডেট করার সুবিধা বন্ধ করে দিয়েছে।

এই চিঠির মাধ্যমে ভাড়াটে বা অন্যান্য আধার কার্ডধারকরা সহজেই তাদের ঠিকানা আপডেট করতে পারতেন।

UIDAI তার ওয়েবসাইট থেকে Address Validation Letter সম্পর্কিত অপশন সরিয়ে দিয়েছে।

UIDAI-এর তরফে জানানো হয়েছে, 'আগামী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঠিকানা যাচাইকরণ পত্রের সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।

আপনি অন্যান্য বৈধ ঠিকানা প্রমাণের মাধ্যমে এই তালিকা থেকে ঠিকানা আপডেট করতে পারেন

যারা ভাড়ায় থাকেন বা দীর্ঘদিন ধরে চাকরি পরিবর্তন করছেন, তাদের এখন আধারে ঠিকানা আপডেট করতে সমস্যা হতে পারে।

পুরনো আদলে লম্বা আধার কার্ড রিপ্রিন্টের পরিষেবা বন্ধ করে দিয়েছে UIDAI। আসলে, এখন পুরানো কার্ডের পরিবর্তে UIDAI প্লাস্টিকের PVC কার্ড ইস্যু করে।

পুরোনো আধার কার্ড প্রিন্ট নিয়ে ট্যুইট করেছে আধার সহায়তা কেন্দ্র। সেখানে বলা হয়েছে, পুরোনো পেপার আধার কার্ডের পুনরায় ছাপানোর পরিষেবা বন্ধা করা হয়েছে৷