লন্ডন সফরের একদিন... ইনস্টা হ্যান্ডেলে লিখলেন 'লন্ডন ভাইবস' মণীশ মনহোত্রা মানেই দুরন্ত সব পোশাক, বিদেশে গিয়েও সে কথা ভোলেননি। সারা আলি খানকেও সাজিয়েছেন যত্ন করে। লন্ডনের হাইড পার্ক। এই ছবি না দিলে সফরটাই কী রকম ফাঁকা ফাঁকা! কাজের ফাঁকে দেখা শিল্পপতি নাতাশা পুনাওয়ালার সঙ্গে। টুক করে উঠল সেলফিও। একে একে বলিউডের অনেককেই দেখা গেল। ছিলেন আলিয়া ভাট। এমনকী কর্ণ জোহরও। করিনা কাপুরের সঙ্গেও মণীশের দেখা হয়ে গেল এক ফাঁকে। লন্ডনে চাঁদের হাট! বিখ্যাত ফ্যাশান ডিজাইনারের পাশে গৌরী খান থেকে টুইঙ্কর খান্না। গোটা বি-টাউনই চলে গেল নাকি? একের পর এক ছবির জন্য পোশাক তৈরি করে বলিউডের অন্যতম বিশিষ্ট সেলিব্রিটি মণীশ মলহোত্রা। বন্ধুত্বের তালিকায় টিনসেল টাউনের অনেকেই। বিদেশে গেলেও সেই বন্ধুরা ছাড়ে কই?