পায়ে পায়ে ১০ বছর পার করল 'এবিপি আনন্দ খাইবার পাস'। এই বছরেও রসনাতৃপ্তির উৎসবে থাকছে অনেক চমক।



সাবেকি থেকে শুরু করে ফিউশন, খাইবার পাসে রয়েছে মিষ্টিমুখ করার অগণিত নতুন নতুন পদ।



বাংলার হারিয়ে যাওয়া পাটিসাপটা চাইলেই গরম বানিয়ে তুলে দেওয়া হবে আপনার প্লেটে।



কলকাতার বসেই বিখ্যাত ঝুড়ির দই চেখে দেখবার সুযোগ রয়েছে এবারের খাইবার পাসে।



আপনাকে চমকে দেওয়ার জন্য হাজির ১০ কেজির মিষ্টি! তাকে আবার সাজানো হয়েছে বরের বেশে!



সাবেকির সঙ্গে ফিউশন মিষ্টি, চেখে দেখতে পারেন চিজ বেকড রসগোল্লা।



শীতকাল মানেই নতুন গুড়ের ছোঁয়া। খাইবার পাসে রয়েছে নতুন গুড়ের প্রচুর মিষ্টি।



চকলেট কে না ভালবাসে। আর সেটাই যদি মেশে আপনার প্রিয় সন্দেশে? চেখে দেখতে পারেন ফিউশন এই মিষ্টি



ঘিয়ের স্বাদে, খাবার শেষে গরম গাজরের হালুয়া কিন্তু মিষ্টিমুখ করার জন্য হতে পারে অন্যতম সেরা পছন্দ।



সুফলের স্বাদ বেড়েছে নতুন গুড়ে। একবার খেয়ে দেখতে পারেন নতুন ধরণের এই মিষ্টি।