রেড রোডের কার্নিভালে গিয়েও নাকি 'দশম অবতার'-এর রেশ কাটাতে পারেননি স্বয়ং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়!



অনুষ্ঠান চলাকালীন, প্রসেনজিৎতে মঞ্চে দেখে রাস্তা থেকে ভেসে আসছিস তাঁর সদ্য মুক্তি পাওয়া ছবির সংলাপ



'দশম অবতার' নিয়ে পর্দার 'প্রবীর রায়চৌধুরী'-র সঙ্গে নাকি কথা বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও



সদ্য অসুস্থতার কারণে বেশ কিছুদিন গৃহবন্দি ছিলেন মুখ্যমন্ত্রী, তখনই প্রসেনজিতের 'গুমনামি' দেখেছেন তিনি।



প্রসেনজিৎ-তে নেতাজির ভূমিকায় দেখে মুগ্ধ মুখ্যমন্ত্রী। সে কথা 'বুম্বাদা'-কে জানিয়েওছেন তিনি।



মুখ্যমন্ত্রী প্রসেনজিৎকে বলেন, তাঁর কানে এসেছে 'দশম অবতার' নিয়ে চর্চাও।



'বুম্বাদা'-র কাছে 'দশম অবতার' দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়



ছবি সাফল্যে স্বভাবতই উচ্ছ্বসিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বয়স এখন ৬১।



প্রসেনজিৎ মনে করেন, শাহরুখ খান, সানি দেওল বা তিনি... বক্সঅফিসে এখন কবজা করছেন ষাটোর্ধ্বরাই।



পুজোয় মুক্তি পাওয়া ছবিগুলির মধ্যে 'দশম অবতার'-এর আয় এখনও পর্যন্ত সবচেয়ে বেশি।