গুরুত্বপূর্ণ চরিত্রে সুব্রত দত্ত, সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে নতুন ওয়েব সিরিজ সৌমিকের এই সিরিজের নাম 'হনিমুন', মুক্তি পাবে ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। এবার প্রথম ওয়েব সিরিজে অভিনয় করবেন শন বন্দ্যোপাধ্যায় থ্রিলার ঘরানার এই সিরিজ খুব তাড়াতাড়িই মুক্তি পাবে ক্লিকে। সিরিজে স্বামী-স্ত্রীর ভূমিকায় দেখা যাবে শন ও ঐশ্বর্য্য সেনকে। সুব্রত দত্তের চরিত্রের নাম শেখর। থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজের প্রেক্ষাপট পাহাড়। সিরিজের শ্যুটিং হয়েছে বিশাখাপত্তনম, আরাকু ভ্যালির মতো সব লোকেশনে সিরিজের গল্প একটি হনিমুন বা মধুচ্ন্দ্রিমা ট্রিপকে কেন্দ্র করে। সুখী দম্পতি ঈশান ও রঞ্জিনী তাদের মধুচন্দ্রিমা কাটাতে যায় পাহাড়ে সেখানে গিয়ে তাদের আলাপ হয় তৃতীয় এক ব্যক্তির সঙ্গে। নাম শেখর। এই ব্যক্তির ঠিক কী যোগ রয়েছে রঞ্জিনির অতীতের সঙ্গে?