সদ্য সপরিবারে ছুটি কাটাতে মলদ্বীপে পাড়ি দিয়েছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় সফরের একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন বিরাট ঘরনি। নিজেই নিজের সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করে নিয়েছিলেন অনুষ্কা। কেবল অনুষ্কা নন, সোশ্যাল মিডিয়ায় নীল সমুদ্রের তীরে নিজের ছবি পোস্ট করেছেন বিরাট কোহলিও। সদ্য মলদ্বীপে একটি ছোট্ট স্ট্রোলারের ছবি শেয়ার করে নিয়েছেন অনুষ্কা। সেটি অবশ্যই ভামিকার। আর সেই সঙ্গে লেখা অনুষ্কার ক্যাপশানও মন জয় করেছে সবার। অনুষ্কা লিখেছেন, 'আমার সারা জীবন ধরে গোটা পৃথিবীতে তোমায় বয়ে নিয়ে যাব।' মাতৃত্বের স্নেহমাখা এই লাইন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও ছোট্ট ভামিকাকে নিয়ে সফরে বেরিয়েছেন অনুষ্কা-বিরাট তবে তাঁরা ভামিকার ছবি প্রকাশ্যে আনেননি। তাঁদের মত, ভামিকা নিজের মুখ দেখানোর সিদ্ধান্ত নেবে নিজেই। সে কি চায় তা জানা প্রয়োজন। আর তাই যতদিন না নিজের বোধবুদ্ধি হচ্ছে, সন্তানকে লাইমলাইট থেকে সরিয়েই রাখতে চান অনুষ্কা।