ত্বকের সমস্যায় জেরবার! একাধিক জিনিস ব্যবহারেও মিলছে না ফল? এবার ঘরোয়া পদ্ধতিতে হোক ত্বক পরিচর্চা। এই তালিকায় থাকুক আলু। কীভাবে ব্যবহার করতে হবে? আলু ত্বক ঠান্ডা করে। ত্বকের পোড়া ভাব দূর করতে সাহায্য করে। আলু ডার্ক সার্কেল দূর করতে সাহায্য করে। এতে রয়েছে ভিটামিন C। এছাড়াও আরও একাধিক গুণ রয়েছে আলুর। প্যাক হিসেবে আলুর রস ব্যবহার করা যায়। আলুর খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে একটা কাপড়ে বেঁধে রাখতে হবে। এবার ওই কাপড় চোখের উপর রাখলে ডার্ক সার্কেল দূর হবে। ব্রণর দাগ দূর করে আলু। আধ চা চামচ আলুর রস, আধ চা চামচ টম্যাটোর রস, আধ চা চামচ মধু মিশিয়ে মুখে মাখতে হবে। এতে দাগ দূর হতে পারে। ত্বকের উপরিভাগের মৃত কোষ দূর করতে পারে আলু। প্রতিদিন নিয়ম মেনে আলুর রস মুখে মাখা যেতে পারে।