বলিউড অভিনেতা সুনীল শেট্টির মেয়ে আথিয়া শেট্টি। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

১৯৯২ সালে মুম্বইয়ে জন্মগ্রহণ করেন অভিনেত্রী। মায়ের নাম মানা শেট্টি, ভাই আহান।

২০১৫ সালে বলিউডে পা রাখেন আথিয়া। নিখিল আডবাণীর রোম্যান্টিক ছবি 'হিরো' তাঁর প্রথম ছবি।

প্রথম ছবিতে সূরজ পাঞ্চোলির সঙ্গে জুটি বাঁধেন আথিয়া।

প্রথম ছবি বক্স অফিসে মোট ৩৪.৮২ কোটি টাকার ব্যবসা করেছিল। প্রযোজনার দায়িত্বে ছিলেন সলমন খান।

প্রায় ২ বছরের বিরতির পর ২০১৭ সালে মুক্তি পায় তাঁর দ্বিতীয় ছবি 'মুবারকান'।

এরপর ২০১৮ সালে 'নওয়াবজাদে' ছবিতে অভিনয় করেন তিনি। আথিয়া শেট্টি পরিচয়েই দেখা গিয়েছিল তাঁকে।

২০১৯ সালে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তিনি 'মোতিচুর চকনাচুর' ছবিতে অভিনয় করেন।

এযাবৎ বেশ কিছু পুরস্কারও পেয়েছেন অভিনেত্রী। 'ভোগ বিউটি অ্যাওয়ার্ডস', 'স্টারডাস্ট অ্যাওয়ার্ডস' তার মধ্যে অন্যতম।

প্রসঙ্গত, অভিনেত্রী আথিয়া শেট্টি ও ভারতীয় ক্রিকেট দলের ব্যাটার কে এল রাহুল সম্পর্কে রয়েছেন।