এই মুহূর্তে লন্ডনে রয়েছেন সারা আলি খান। সেখান থেকে নানা মুহূর্তের ছবি সাজিয়ে দিলেন সোশ্যাল মিডিয়ায়।

ভারতীয় হোক বা পশ্চিমি বা ফিউশন, সব সাজপোশাকেই দুরন্ত পতৌদির নবাবের বংশধর।

'অতরঙ্গি রে' ছবিমুক্তির আগে এমনই নানা ছবিতে সেজে উঠেছিল সারার সোশ্যাল মিডিয়া।

এখন তিনি লন্ডনে। একা নন, সপরিবার। সেই ছবিও তুলে দিলেন সোশ্যাল মিডিয়ায়। এক ফ্রেমে বাবা-মেয়ে।

করিনা কাপুর ও তাঁর দুই সন্তানের সঙ্গে প্রায়ই সময় কাটান সারা ও ইব্রাহিম। লন্ডনেও তার ব্যতিক্রম হল না। 'জেহ'-র সঙ্গে ছবি তুললেন দাদা ও দিদি।

লন্ডন মানেই সুন্দর সব রাস্তা, বাড়ি, স্থাপত্য। সেখানে কিছু ছবি না দিলে হয়?

এবার বন্ধুর সঙ্গে ছবি।

বেড়াতে এসেও জিমের কথা ভোলেননি তিনি। ছবিতেও সেটা মনে করালেন।

মাঝেমধ্যে আবার হালকা মেজাজেও দেখা গেল সইফ-অমৃতার কন্যাকে।

সারার পরবর্তী ছবি ভিকি কৌশলের সঙ্গে। তার আগে লন্ডনে ফুরফুরে মেজাজে তিনি।