এয়ারটেল, জিও, ভোডাফোন-আইডিয়ার পাশাপাশি এবার 5G যুদ্ধে নামতে চলছে আদানি গ্রুপ ।বর্তমানে টেলিকম ক্ষেত্রে পা রাখার প্রস্তুতি শুরু করেছে কোম্পানি।
চলতি মাসের শেষেই দেশে 5G Spectrum-এর দরযুদ্ধ শুরু হবে। ইতিমধ্যেই সেই নিলামে অংশ নেওয়ার জন্য টেলিযোগাযোগ মন্ত্রকে আবেদন জমা দিয়েছে আদানি গোষ্ঠী
শোনা যাচ্ছে, 5G স্পেকট্রামের নিলামে অংশ নিতে কোম্পানিগুলিকে ৮ জুলাইয়ের মধ্যে আবেদন জমার কথা বলেছিল টেলিযোগাযোগ মন্ত্রক। চলতি মাসের শেষেই হবে 5G Spectrum-এর নিলাম।
আদানি 5G স্পেকট্রামের নিলামে অংশ নিলে কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হবে রিলায়েন্স জিওকে।
যার মাধ্যমে দেশের যেকোনও প্রান্তে মোবাইল বা ডেটা পরিষেবা সরবরাহ করতে পারবে কোম্পানি। ইউনিফায়েড লাইসেন্স কেবল একটি ভারতীয় কোম্পানিকে দেওয়া হবে।
যদি কোনও বিদেশি কোম্পানি একটি ইউনিফাইড লাইসেন্সের জন্য আবেদন করে, সেই ক্ষেত্রে দেশে একটি নতুন কোম্পানি গঠন করতে হবে আবেদনকারী বিদেশি কোম্পানিকে।
আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। অগাস্টেই দেশে শুরু হতে পারে 5G পরিষেবা। ফলে আরও দ্রুত গতির ইন্টারনেট পরিষেবার সাক্ষী থাকবে দেশ।