ABP Ananda

সদ্য মুক্তি পেয়েছে 'ব্রহ্মাস্ত্র' ছবিটি। এই ছবির হাত ধরেই বলিউডে পা রেখেছেন মৌনী রায়।

ABP Ananda

তবে এই 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী কিন্তু বঙ্গকন্যা, মৌনীর বাড়ি কোচবিহারে।

ABP Ananda

দ্বাদশ শ্রেণী পর্যন্ত কেন্দ্রীয় বিদ্যালয়ে কোচবিহারেই পড়াশোনা করেছিলেন মৌনী। তারপরে তিনি পাড়ি দেন দিল্লিতে।

জনপ্রিয় ধারাবাহিক 'কিউকি সাঁস ভি কভি বহু থি' ধারাবাহিকের হাত ধরে প্রথম অভিনয় জগতে পা রাখেন মৌনী।

এরপর ছোটপর্দায় 'দেবো কি দেব মহাদেব' ও 'নাগিন' ধারাবাহিকের হাত ধরে জনপ্রিয়তা অর্জন করেন মৌনী রায়।

জামিয়া মিলিয়া ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন মৌনী, এরপর তিনি পাড়ি দেন মুম্বই।

এই বছরের শুরুতেই দীর্ঘদিনের প্রেমিক সূর্য নাম্বিয়ার সঙ্গে বিয়ে সারেন মৌনী রায়।

ছোটবেলা থেকেই মৌনীর স্বপ্ন ছিল অভিনেত্রী হওয়া, সিনেমা দেখতে ভালোবাসতেন তিনি।

মাধুরী দিক্ষীত ও ওয়াহিদা রহমানকে মৌনী আদর্শ বলে মনে করতেন।

'ব্রহ্মাস্ত্র'-তে মৌনী নেতিবাচক চরিত্রে অভিনয় করেছেন।