বিচ্ছেদের গুঞ্জন পেরিয়ে ফের একসঙ্গে রাজীব সেন ও অশোপা চারু, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন একসঙ্গে সময় কাটানোর ছবি।

আজ গাড়িতে দুজনে একসঙ্গে বসে ছবি শেয়ার করেছেন রাজীব চারু, ক্যাপশনে লিখেছেন, 'মুভি ডেট'। তবে এই সফরে তাঁদের সঙ্গে ছিল না ছোট্ট জিয়ানা।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় রাজীব ও চারু জানিয়েছিলেন, বিচ্ছেদের সিদ্ধান্ত বদলে ছোট্ট জিয়ানার জন্যই একসঙ্গে ফের থাকতে চান তাঁরা।

গণেশ চতুর্থীর পরের দিন সোশ্যাল মিডিয়ায় নিজেদের সম্পর্ক নিয়ে খোলামেলা পোস্ট দেন রাজীব ও চারু। কোলে ছিল ছোট্ট জিয়ানা।

সম্প্রতি ছোট্ট সফরেও বেরিয়ে পড়েছিলেন রাজীব ও চারু, বিমান থেকে ছবি শেয়ার করেছিলেন তাঁরা।

এক আগে নিজেদের সম্পর্ক নিয়ে রাজীব ও চারু অকপটে জানিয়েছেন, একসময় তাঁদের সম্পর্ক এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে তাঁদের মনে হয়েছিল বিচ্ছেদ ছাড়া আর কোনও রাস্তা নেই।

কিন্তু জিয়ানাকে নিয়ে রাজীব ও চারুর মন্তব্য, 'আমাদের জীবনে ছোট্ট, সুন্দর জিয়ানা এসেছে আর আমরা বাবা-মা হিসেবে ওর জন্য যতটুকু সম্ভব ভালোটাই করতে চাই। ওর খুশি আমাদের জীবনের প্রথম ভাবনা'

২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজীব ও চারু, তাঁদের বিয়ের পর সোশ্যাল মিডিয়া ভেসে গিয়েছিল শুভেচ্ছায়।

অভিনেতা ছাড়াও রাজীবের আরও একটি পরিচয় হল, সুস্মিতা সেনের ভাই রাজীব। অন্যদিকে চারুও অভিনেত্রী।

চারুর সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক সুস্মিতা সেনেরও।