মুক্তির অপেক্ষায় 'বিক্রম বেদা'। জোর কদমে চলছে প্রচার পর্ব। তার আগেই প্রকাশ্যে এল ছবির নতুন গান 'অ্যালকোহলিয়া'।

মুম্বইয়ের এক সিঙ্গল স্ক্রিন থিয়েটারে অনুরাগীদের মধ্যে উপস্থিত ছিল ছবির গোটা টিম। সেখানেই হয় গান লঞ্চ।

হৃত্বিক রোশনের নাচে মোহিত হননি এমন মানুষ কমই আছেন। আর এই গানে সেই মজাই দর্শক পাবেন ভরপুর।

শনিবার মুম্বইয়ের এক থিয়েটারে গানটি প্রকাশ্যে আনেন। সেখানে প্রিয় তারকার জন্য বিশেষ ডান্স ফ্ল্যাশ মবেরও আয়োজন করা হয়েছিল।

দর্শক-শ্রোতা-অনুরাগীদের উচ্ছ্বাস উদ্দীপনা দেখে এদিন খানিক নস্ট্যালজিকও হয়ে পড়েন হৃত্বিক।

স্মৃতির সরণি বেয়ে ফিরে যান 'কহো না... পেয়ার হ্যায়' মুক্তির পর তাঁর প্রথম 'ফ্যান এনকাউন্টার'-এর ঘটনায়।

প্রসঙ্গত, 'বিক্রম বেদা' হৃত্বিক রোশনের কেরিয়ারের ২৫ তম ছবি।

'অ্যালকোহলিয়া' মূলত ছবিতে বেদার 'উন্মত্ত নৃত্য'। দেশি ছোঁয়া মিলবে।

গানটি গেয়েছেন, বিশাল শেখর জুটির সঙ্গে স্নিগ্ধজিৎ ভৌমিক ও অনন্যা চক্রবর্তী।

পুষ্কর ও গায়ত্রী পরিচালিত এই ছবিতে রয়েছেন সেফ আলি খানও। ৩০ সেপ্টেম্বর এই ছবি মুক্তি পাচ্ছে প্রেক্ষাগৃহে।