ভক্তদের অনেকের চোখে তিনি 'গ্রিক দেবতার' মতোই সুদর্শন!

তাঁর নাচও মুগ্ধ করে রাখে ভক্তদের। 'অ্যালকোলিয়া'-তেও কি আরও একবার সেই মুগ্ধতা ছড়াবেন হৃত্বিক রোশন?

'বিক্রম বেদা' ছবির প্রথম গান 'অ্যালকোলিয়া' মুক্তি পেল এদিন। সেই উপলক্ষ্যেই মুম্বইয়ে একটি অনুষ্ঠানে হাজির হৃত্বিক।

ছিলেন ইয়োগিতা বিহানি-সহ ফিল্মের বাকি অভিনেতা-অভিনেত্রীরাও।

হৃত্বিকের পাশে দুরন্ত গ্ল্যামারাস লাগছিল রাধিকা আপ্তেকেও।

ছবিটিতে 'বেদা' চরিত্রে দেখা যাবে হৃত্বিককে। সম্ভবত এখানে তিনি প্রতিনায়কের ভূমিকায়।

বিক্রমের চরিত্রে রয়েছেন সইফ আলি খান। তারকাখচিত ফিল্মে একটি চরিত্রে দেখা যাবে রোহিত শরাফকেও।

এই মুহূর্তে হৃত্বিকের 'ডান্স নাম্বার' নিয়ে রীতিমতো উৎসাহী নেটিজেনরা।

কিন্তু বাকিরা কে কোন ভূমিকায়? জানতে আরও কিছুটা অপেক্ষা।

তার আগে মুম্বইয়ের অনুষ্ঠানে দেখা গেল অভিনেতা-অভিনেত্রীদের প্রায় সকলকেই।