শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রয়াত পরিচালক-প্রযোজক যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়া। বয়স হয়েছিল ৭৪।



এদিন আদিত্য চোপড়ার বাড়িতে পামেলা চোপড়াকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হন বলিউডের একাধিক তারকা।

পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন পুনম ঢিলোঁ, শাহরুখ খান, হৃত্বিক রোশন।

ক্যামেরায় ধরা পড়েন আরিয়ান খান, নীল নিতিন মুকেশ, ভিকি কৌশলও।

সূত্রের খবর, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের লীলাবতি হাসপাতালে ভর্তি ছিলেন পামেলা চোপড়া।

অবস্থার অবনতি এমনই হয় যে তাঁকে ভেন্টিলেশনে স্থানান্তর করতে হয়।

এক জাতীয় স্তরের বিনোদন পত্রিকা সূত্রে খবর, পামেলা চোপড়া প্রায় ১৫ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন নিউমোনিয়া নিয়ে।

ডাক্তার প্রহ্লাদ প্রভুদেসাই বলেন, 'আজ তিনি মারা গেছেন। ১৫ দিন ধরে তিনি লীলাবতি হাসপাতালের ভেন্টিলেশনে ছিলেন। ওঁর নিউমোনিয়া হয়েছিল।'

পামেলা চোপড়ার কণ্ঠ ছিল অত্যন্ত সুমধুর এবং যশ চোপড়ার অজস্র ছবির গানে গলা দিয়েছেন তিনি।

১৯৯৭ সালে স্বামী যশ চোপড়ার সঙ্গে 'দিল তো পাগল হ্যায়' ছবির গল্প লিখেওছিলেন।