নতুন ওয়েব সিরিজে তৃণা সাহা, এক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। ওয়েব সিরিজ পিলকুঞ্জ-এর মুখ্যভূমিকায় দেখা যাবে তৃণা সাহাকে। এই চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য একাধিক চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তৃণাকে। সত্যঘটনা অবলম্বনে তৈরি এই সিরিজ মুক্তি পাবে আগামী মাসে, ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে। ব্যাঘ্র সংরক্ষণ এলাকার একটি ছোট্ট গ্রামের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে নতুন এই ওয়েব সিরিজ। গল্পের প্রেক্ষাপট উত্তর ভারতের একটি ছোট্ট গ্রাম। সেখানে বাঘের হাতে প্রায়শই নিহত হতে হয় গ্রামবাসীদের কিন্তু সত্যিই কি এই সমস্ত ঘটনা নিছক কাকতালীয় নাকি এর মধ্যে রয়েছে কোনও মারাত্মক পরিকল্পনা? সেই রহস্য সমাধানেই, কলকাতা থেকে ছদ্মবেশে ওই গ্রামে পৌঁছন সাংবাদিক সিদ্ধার্থ। এই ধারাবাহিকে শন ও তৃণা ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শঙ্কর দেবনাথ, জয়ী দেবরায়কে। এছাড়াও রয়েছেন, দেবতনু, বৃষ্টি রায়, সোহম গুহা পত্তাদার, প্রতীক রায়, সৌরভ সাহা, পালওয়াল চক্রবর্তী, গৌতম মৃদ্ধা-রা। এই সিরিজ প্রযোজনা করছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। পরিচালনা, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফী, সম্পাদনা ও আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন পরিচালক স্বয়ং।