এই তালিকায় আছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। তাঁর এয়ারপোর্ট ফ্য়াশন প্রতিবারই নজর কেড়েছে অনুরাগীদের। পোশাকের সঙ্গে সঙ্গে মাননসই ব্য়াগ, জুতো, সানগ্লাস তাঁর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। করিনা কপূর বলিউডে অন্য়তম ফ্য়াশানপ্রেমী হিসেবে পরিচিত। তিনি যে কোনও পোশাকে যেখানেই যান না কেন, তাঁর ফ্য়াশনসেন্স মুগ্ধ করে অনুরাগীদের। এই তালিকায় আছেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়াও। বিমানবন্দরে প্রতিবারই তিনি ধরা দেন ফ্য়াশনেবেল রূপে। তাই এই অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য় মুখিয়ে থাকেন পাপারাজিৎরা। লিউডের কুইন কঙ্গনা রানাউতের ফ্য়াশনসেন্সও চোখে পড়ার মত। সাধারণ পোশাকেও অসাধারণ রূপে ক্য়ামেরাবন্দি হল এই অভিনেত্রী। বাদ যান না জেন ওয়াই তারকা আলিয়া ভট্টও। যে কোনও পোশাকেই তিনি কেড়ে নিতে পারেন সমস্ত লাইমলাইট। তবে বেশিরভাগ সময়ই এই অভিনেত্রীকে নো মেকআপ লুকে দেখা যায়।