তাঁর পেশা অভিনয় কিন্তু তিনি লিখতে ভালবাসেন। নিয়মিত বই পড়তে ভালবাসেন রুক্মিণী মৈত্র। সরস্বতী পুজো কেমন কাটে, কী কী নিয়ম মেনে চলেন টলিউডের জনপ্রিয় এই নায়িকা? আবাসনে বা দাদার বাড়িতে পুজো হয়। প্রত্যেক বছর সেখানে পুজো দেন রুক্মিণী মৈত্র। ঠাকুরের পায়ে রুক্মিণী ছোঁয়ান বই, ডায়েরি। এখনও নিয়মিত পড়ার অভ্যাস রয়েছে তাঁর। সরস্বতী পুজো মানে কুল খাওয়া চাইই চাই। প্রত্যেকবার এই দিনটা থেকেই কুল খাওয়া শুরু করেন রুক্মিণী। ছোটবেলার মতোই পুজোর দুটো দিন বই দিয়ে রাখেন ঠাকুরের পায়ে, পড়াশোনা একেবারেই না। নিজের উপার্জনের চেক বা টাকা প্রথমেই এসে ঠাকুরের পায়ে রাখেন রুক্মিণী। এটা তাঁর দীর্ঘ অভ্যাস। প্রথম কাজ করে উপার্জন ছিল ৫০০০ টাকা, তাও ঠাকুরের পায়েই দিয়েছিলেন রুক্মিণী। এবারে সরস্বতীপুজোয় দর্শকদের জন্য একটি চমকের ঘোষণা করেন রুক্মিণী। রুক্মিণীর নতুন ছবি মুক্তি পাবে আগামী ১০ মে, জিতের বিপরীতে। নাম বুমেরাং।