মহারাষ্ট্রের মুম্বইয়ের চেম্বুরে জন্মগ্রহণ করেন অভিনেত্রী নৃত্যশিল্পী মালাইকা অরোরা। ১১ বছর বয়সে তাঁর বাবা-মার বিচ্ছেদ হয়।



তাঁর মা, জয়েস পলিকার্প, একজন মালয়ালি ক্যাথলিক এবং তাঁর বাবা অনিল অরোরা, একজন পাঞ্জাবী ছিলেন।



এমটিভি ইন্ডিয়ার শুরুতে ভিডিও জকি হিসেবে নির্বাচিত হন মালাইকা। সাক্ষাৎকার নেওয়া থেকে শুরু করে একাধিক শো সঞ্চালনা করেন।



এরপর মডেলিং জগতে প্রবেশ তাঁর। বিজ্ঞাপন, অ্যালবামের গান থেকে আইটেম সং 'ছইয়া ছইয়া', নজর কাড়েন তিনি।



২০০০-এর দশকে, একাধিক আইটেম গানের সঙ্গে সঙ্গে একাধিক সিনেমায় ক্যামিও করেন। তাঁর প্রথম বড় চরিত্র ছিল 'EMI' ছবিতে।



একটি কফির বিজ্ঞাপনের শ্যুটিংয়ে গিয়ে তাঁর আলাপ হয় আরবাজ খানের সঙ্গে। বিয়েও হয় তাঁদের।



তাঁদের একসঙ্গে এক ছেলে আছে আরহান খান। কিন্তু এরপর তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।



তাঁর ফিটনেসের জন্য বলিউডে বিখ্যাত মালাইকা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও নিয়মিত শরীরচর্চায় জোর দেন তিনি।



২০০৮ সালে আরবাজের সঙ্গে প্রযোজনার দায়িত্ব নেন। 'দাবাং', 'দাবাং ২' বা 'ডলি কি ডোলি'র মতো ছবির প্রযোজনা করেন।



মালাইকার বোন অমৃতাও বিয়ের আগে বলিউড অভিনেত্রী ছিলেন। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় তাঁরা।