৩৫ - এ পা রাখলেন মিমি চক্রবর্তী, ১১ ফেব্রুয়ারি তাঁর জন্মদিন। বিশেষ এই দিনটিতে নিজের ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের জন্য পার্টির আয়োজন করেছিলেন মিমি। তবে জন্মদিনের মধ্যরাতে, মিমির বাড়ির দরজায় হাজির এক চমক! জন্মদিনে রাত ১২ টা বাজতেই মিমির বাড়ির দরজায় হুল্লোড়। দরজা খুলেই অবাক মিমি। নায়িকাকে চমকে দিতে কেক উপহার নিয়ে দল বেঁধে হাজির মিমির বন্ধুরা। এই বন্ধুদের তালিকায় অন্যতম অনিন্দ্য। তাঁর ও মিমির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। রাত পোশাকেই জন্মদিনের চশমা ও টিয়ারা পরে কেক কাটেন মিমি। রাতে অবশ্য নীল পোশাকে মোহময়ী বার্থ ডে গার্ল মিমি, দিলেন পার্টিও। মিমির পার্টিতে ছিলেন জিৎ-প্রসেনজিৎ সহ ইন্ডাস্ট্রির অন্যান্য বন্ধুরাও। কেক কেটে সবাইকে নিজের হাতে কেক খাইয়েও দেন মিমি।