টলিউডের প্রথম সারির অভিনেত্রী রুক্মিণী মৈত্র। কিন্তু তাঁর এই অভ্যাসগুলি আপনি জানেন কি? রুক্মিণী মৈত্র নিজের কেরিয়ার শুরু করেছিলেন একজন মডেল হিসেবে। মাত্র ১২ বছর বয়সে। সেই সময় থেকে, আজ পর্যন্ত রুক্মিণী ডায়েরি লেখেন। সেখানে কেবল রোজকার কাজ নয়, লিখে রাখেন নিজের ইচ্ছা, ভাললাগা, খারাপ লাগাও। বিভিন্ন রকমের ডায়েরি ও নোটবুক জমানোর শখ রুক্মিণীর। নিজের মতো লেখালেখি করতে ভালবাসেন নায়িকা। পড়তে ভালবাসেন রুক্মিণী, প্রত্যেকবার সরস্বতী পুজোয় তাই ঠাকুরের কাছে রাখেন বই, করেন পুজোও। নিজের প্রথম উপার্জনের চেক ভগবানের সামনে রাখেন রুক্মিণী, এখনও বজায় রয়েছে সেই রীতি। শগুনের টাকা থেকে শুরু করে নিজের যে কোনও উপার্জনই প্রথমে ঈশ্বরকে অর্পণ করেন রুক্মিণী। কোনও চিত্রনাট্য পেলে এখনও তা প্রথমে ঈশ্বরকে দেন রুক্মিণী, তারপরে নিজে পড়েন। সরস্বতী পুজোর দিন প্রত্যেক বছর নিয়ম করে কুল খাল রুক্মিণী। পড়াশোনা শেষ করবেন বলেই, অফার পেয়েও ১০ বছর সিনেমা করেননি রুক্মিণী।