প্রথম ওয়েব সিরিজ মুক্তির পরেই সমুদ্রসৈকতে ছুটি কাটাতে পাড়ি দিয়েছিলেন মিমি চক্রবর্তী



সোশ্যাল মিডিয়ায় মিমি শেয়ার করে নিয়েছেন নীল সমুদ্রসৈকতে জলকেলির ছবি।



মিমি যে ছবিগুলি শেয়ার করে নিয়েছেন, সেখানে তাঁর সঙ্গে রয়েছেন আরও অনেকে। কারা তাঁরা?



মিমি পোষ্যপ্রেমী, সোশ্যাল মিডিয়ার ছবিতে মিমির সঙ্গে দেখা গেল আদুরে কুকুর ও বেড়ালকে।



এই ছুটি কাটাতে গিয়েই মিমি পূরণ করে নিয়েছেন তাঁর একটি অপূর্ণ শখ। সেটি কী?



মিমি সমুদ্রসফরে গিয়ে প্রথমবার স্কুবা ডাইভিং করেছেন, ঘুরে দেখেছেন সমুদ্রের নীচের অংশ।



সোশ্যাল মিডিয়ায় স্কুবা ডাইভিংয়ের শংসাপত্রও শেয়ার করে নিয়েছিলেন মিমি।



কাজের দিক থেকে, সদ্য মুক্তি পেয়েছে মিমি চক্রবর্তীর প্রথম ওয়েব সিরিজ।



বড়পর্দায় শেষবার 'রক্তবীজ' ছবিতে দেখা গিয়েছিল মিমিকে।



আগামীতে পলাশের বিয়ে ছবিতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে।