কেবল নায়িকা নয়, বলিউডে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেও মন কেড়েছেন এই নায়িকারা। এক ঝলক দেখে নেওয়া যাক তালিকায় কে কে?



আয়ুষ্মান খুরানার সঙ্গে 'অন্ধাধুন' ছবিতে নেতিবাচর ভূমিকায় দেখা গিয়েছিল তব্বুকে। তুখোড় অভিনয়ের জন্য প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী।



'ইশকিয়া' ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করে তাঁর অভিনয় দক্ষতা চিনিয়েছিলেন বিদ্যা বালন



'গুপ্ত' ছবিতে নেতিবাচক ভূমিকায় অভিনয় করেছিলেন কাজল



'এতরাজ' ছবিতে নেতিবাচক ভূমিকায় দেখা গিয়েছিল প্রিয়ঙ্কা চোপড়কে।



'ফিদা' ছবিতে নেতিবাচক ভূমিকায় দুর্দান্ত অভিনয় করেছিলেন করিনা কপূর খান



'এক থি ডাইন' ছবিতে নেতিবাচক ভূমিকায় মনজয় করেছিলেন কঙ্কনা সেনশর্মা