Image Source: Kriti Sanon Instagram

জন্মদিন বলে কথা, 'স্পেশ্যাল' কিছু হবে না? চূড়ান্ত ব্যস্ততার মধ্যেও তাই সময় করে নিয়েছিলেন কৃতী শ্যানন।

গত বৃহস্পতিবার ৩৩তম জন্মদিন পালন করেছেন এই বলি-তারকা।

জন্মদিন উপলক্ষ্যে সপ্তাহভর কী করলেন? ছবি দিয়েছেন ইনস্টাগ্রামে।

ছোট বোন নুপূর ও বন্ধুদের সঙ্গে গত সপ্তাহ চুটিয়ে মজা করেন অভিনেত্রী।

কাপভর্তি এই রঙিন ক্যাপুচিনোর ছবির মতোই সুন্দর ছিল প্রত্যেকটি মুহূর্ত।

জন্মদিনের সেলিব্রেশনে ডায়েট আবার কী কথা? জমে ওঠে চকোলেট বার এবং ক্রিম দেওয়া কুকিজের যুগলবন্দি।

মুখে সাদা রং দিয়ে নানা কারুকাজ করে বোনের সঙ্গে ছবিও দেন তিনি।

'প্লেয়িং ক্র ক্রেন'-এর ছবিও দিয়েছেন অভিনেত্রী।

জন্মদিনের সপ্তাহে ঠিক কী কী করেছেন, তারই খণ্ডচিত্র ইনস্টায় দেন বলি-তারকা।

গ্ল্যামারের বিধিনিষেধের বাইরে তিনিও যে আর পাঁচজনের মতো জন্মদিনে আনন্দ করতে ভালবাসেন, সেটা স্পষ্ট এই পোস্টে।