কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন তাপসী পন্নু। পড়াশোনার সঙ্গে সঙ্গে তিনি মডেলিংও করেন। প্রথমে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি শুরু করেন এবং তারপর বিনোদন দুনিয়ায় পা রাখেন। 'পুণে ৭ এসেস' নামক ব্যাডমিন্টন টিমের সহ-মালকিন তাপসী 'কেআরআই এন্টারটেনমেন্ট'-এর সঙ্গে। অনেকেই জানেন না, তবে ২০১৮ সালে 'ফোর্বস ইন্ডিয়া'র ১০০ সেলিব্রিটির তালিকায় নাম ওঠে তাপসী পন্নুর। দুই বোনের সম্পর্ক খুবই ভাল, গভীর। সোশ্যাল মিডিয়ায় দুই বোনের ছবি প্রায়ই দেখতে পাওয়া যায়। 'নাম শাবানা' অভিনেত্রীর ডাক নাম 'ম্যাগি', খুব সম্ভবত তাঁর কোঁকড়ানো চুলের জন্যই। অভিনেত্রী চতুর্থ শ্রেণি থেকে ভরতনাট্যম ও কত্থক শিখতে শুরু করেন এবং একাধিক প্রতিযোগিতায় জিতেছেন। 'ফেমিনা মিস ফ্রেশ ফেস', 'সাফি ফেমিনা মিস বিউটিফুল স্কিন'-এর শিরোপা জিতেছেন তিনি। অভিনেত্রী বিশ্বাস করেন কোনও সম্পর্কে তারকা একজনই হতে পারে। তাই তিনি কোনও সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কে থাকতে চান কারণ তারকা তো তিনি নিজেই। 'বেবি' অভিনেত্রী ইভেন্ট ম্যানেজমেন্ট করতেও ভালবাসেন। সেই ইচ্ছা থেকেই তিনি একটি সংস্থা চালান, যার নাম 'দ্য ওয়েডিং ফ্যাক্টরি'।