কালের গর্ভে হারিয়ে যাওয়া ইতিহাস আবার কি কোনও ভাবে ছুঁয়ে দেখা সম্ভব! অসম্ভব মনে হলেও সম্ভব করল প্রযুক্তি যে সে প্রযুক্তি নয়, কৃত্রিম মেধা প্রযুক্তি শিল্পীর কারিকুরিতে প্রাণ পেল ইতিহাস মহাত্মা গান্ধী, মাদার টেরিজা, চে গেভারা থেকে অম্বেডকর ভ্লাদিমির লেনিন, অব্রাহ্যাম লিঙ্কন, বব মার্লে এমনকি মেরিলিন মনরো-ও প্রযুক্তির ছোঁয়ায় ফের যেন জীবন্ত হয়ে উঠলেন জেন-জি-র সঙ্গে পাল্লা দিতে সেলফি মোডে ধরা হল তাঁদের শিল্পীর কীর্তি দেখে হতবাক দুনিয়া