স্মার্টফোনে ফুল চার্জ হবে মাত্র ৫ মিনিটে! দুরন্ত ফাস্ট চার্জিং সাপোর্টের ফোন আনছে রেডমি। স্মার্টফোনের ক্ষেত্রে ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট এখন বেশ জনপ্রিয় ফিচার। প্রায় সমস্ত কোম্পানিই তাদের স্মার্টফোনের ক্ষেত্রে এই ফাস্ট চার্জিং ফিচার যুক্ত করে আজকাল। রেডমি সংস্থা ঘোষণা করেছে একটি নতুন ফাস্ট চার্জিং টেকনোলজি লঞ্চ করতে চলেছে তারা। রেডমির এই নতুন চার্জিং সাপোর্টের নাম হবে ৩০০ ওয়াটের Immortal Second Charger। বলা হচ্ছে, এই নতুন চার্জিং ফিচারের সাহায্যে নাকি স্মার্টফোন ১০০ শতাংশ চার্জ সম্পন্ন হবে মাত্র ৫ মিনিটে। রেডমি সংস্থার নতুন ফাস্ট চার্জিং ফিচারের সাহায্যে একটি ৪১০০ এমএএইচ ব্যাটারিতে ১০ শতাংশ চার্জ দিতে সময় লাগবে ৪৩ সেকেন্ড। ৫০ শতাংশ চার্জ হবে ২ মিনিট ১৩ সেকেন্ডে। আর ১০০ শতাংশ চার্জ হবে মাত্র ৫ মিনিটে। রিয়েলমি জিটি নিও ৫ ফোনে রয়েছে ২৪০ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজির সাপোর্ট। রিয়েলমির ওই স্মার্টফোনে ১০০ শতাংশ চার্জ হবে ১০ মিনিটেরও কম সময়ে।