হোয়াটসঅ্যাপে ইউজারদের সুবিধার জন্য দুটো নতুন ফিচার চালু হতে চলেছে।

হোয়াটসঅ্যাপে অচেনা বা সেভ না থাকা নম্বর থেকে ফোন এলে তা এড়ানোর সুযোগ পাবেন ইউজাররা।

এই জাতীয় স্প্যাম কল এলে তা মিউট করার বা সায়েলেন্সে রাখার অপশন যুক্ত হতে চলেছে হোয়াটসঅ্যাপে।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের নাম 'সাইলেন্স আননোন কলার' ফিচার।

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার Wabetainfo সূত্রে খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ করছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।

এখন অ্যান্ড্রয়েড ভার্সানের ক্ষেত্রে এই ফিচার নিয়েই কাজ করছে হোয়াটসঅ্যাপ সংস্থা।

সূত্রের খবর, খুব তাড়াতাড়িই এই ফিচার চালু হতে চলেছে বিটা টেস্টিংয়ের জন্য।

হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার চালু হয়ে গেলে ইউজাররা অ্যাপ সেটিংসে গিয়ে 'সাইলেন্স আননোন কলার' ফিচার অন করতে পারবেন।

এই অপশন অন থাকলেই অচেনা বা সেভ না থাকা নম্বর থেকে হোয়াটসঅ্যাপে ফোন এলে তা সাইলেন্ট বা মিউট হয়ে যাবে।

তবে নোটিফিকেশন বারে এই কল সম্পর্কিত নোটিফিকেশন পাবেন ইউজাররা।

Thanks for Reading. UP NEXT

মাত্র ৫ মিনিটে ফুল চার্জ হবে আপনার ফোনে!

View next story