ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে শাওমি ১৩ প্রো ফোন। তবে এর দাম এখনও জানা যায়নি। শাওমি ১৩ সিরিজের ভ্যানিলা মডেল বা বেস মডেল অর্থাৎ শাওমি ১৩ ফোন কবে ভারতে লঞ্চ হবে তাও জানা যায়নি। জানা গিয়েছে, ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে শাওমি ১৩ প্রো ফোন কেনা যাবে। শাওমি ১৩ প্রো ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ভারতে শাওমি ১৩ প্রো ফোন লঞ্চ হয়েছে Ceramic Black এবং Ceramic White দু'টি রঙে। ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে শাওমি ১৩ প্রো ফোনে। শাওমির এই ফোনই প্রথম মডেল যেখানে Leica ব্র্যান্ডের ৭৫ মিলিমিটারের ফ্লোটিং টেলিফটো লেন্স রয়েছে। শাওমি ১৩ প্রো ফোনের ডিসপ্লের উপর রয়েছে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে আরও দুটো ৫০ মেগাপিক্সেলের সেনসর রয়েছে।