ভারতে লঞ্চ হতে চলেছে আইকিউওও জেড৭, ভিভো ভি২৭ প্রো এবং ওয়ানপ্লাস নর্ড ৩। শোনা যাচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ লঞ্চ হতে চলেছে দেশে। সম্ভবত চলতি বছর জুন মাসে এই ফোন লঞ্চ হবে ভারতে। সূত্রের খবর, ওয়ানপ্লাসের নর্ড সিরিজের আসন্ন এই ফোনের দাম হতে পারে ৩৫ হাজার টাকার আশপাশে। আইকিউওও জেড৭ (iQoo Z7) ফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। তবে ভিভো (Vivo) কোম্পানির সাব-ব্র্যান্ড আইকিউওও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। ভারতে আইকিউওও জেড৭ ফোনের দাম কত হতে পারে বা ফোন কবে লঞ্চ হবে নিশ্চিতভাবে জানা যায়নি। আইকিউওও জেড৭ ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। ভিভো ভি২৭ সিরিজ (Vivo V27 Series) লঞ্চ হতে চলেছে ভারতে। ১ মার্চ এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো ভি২৭ (Vivo V27) এবং ভিভো ভি২৭ প্রো (Vivo V27 Pro)- এই দুই ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ফোন কেনা যাবে।