আজ অজিঙ্ক রাহানের জন্মদিন, ভারতীয় দলের তারকা ব্যাটার তিনি ১৯৮৮ সালে আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন রাহানে স্কুলের বান্ধবী রাধিকাকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছেন রাহানে অজিঙ্কা রাহানে এবং রাধিকা ধোপাভকর ২ জনেই প্রতিবেশী ছিলেন স্কুলে পড়াকালীনই একে অন্যের সঙ্গে বন্ধুত্ব আরও গাঢ় হয় রাহানে-রাধিকার রক্ষণাত্মক পরিবারের ছিলেন ২ জনেই, তাই প্রেমটাও লুকিয়ে করেছিলেন ২ জন প্রথমে ক্রিকেট ও পরে বিয়ে, পরিবারের এই শর্তেই রাজি ছিলেন রাহানে ২০১৪ সালের ২৬ নভেম্বর সাত পাকে বাঁধা পড়েন রাহানে-রাধিকা বরের পোশাকে না এসে রাহানে টি-শার্ট ও জিন্স পরে আসেন, যা দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল এই তারকা দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে, তার নাম আর্যা