লন্ডনের আকাশও কি আলিয়ার আনন্দে সামিল? কয়েকদিন আগেই পরিবারে তৃতীয় সদস্যের আসার খবর সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন আলিয়া। ছবির নিচে ক্যাপশন ছিল, 'আমাদের সন্তান আসছে।' এবার নতুন অবতার রণবীর কাপুর-ঘরণীর। খোলা চুল আর গোলাপি বডিকর্ন ড্রেসে ফের ভক্তকূলকে মুগ্ধ করলেন তিনি। তবে এই সাজ কিন্তু বিনা কারণে নয়। হাতের আংটি-টা খেয়াল করেছেন? এনগেজমেন্ট রিং পড়ে হঠাৎ কীসের ফোটোশুট? খোলসা করেছেন আলিয়া-ই। জানালেন, এই ভাবেই কফির পেয়ালায় চুমুক দিয়েছেন এবার। ইঙ্গিতটা বুঝতে পেরেছেন নিশ্চয়ই? 'কফি উইথ করণ'-এর নতুন সিজনের কথা বলছেন তিনি। এই সাজেই এবার কফি-কাউচে দেখা যাবে আলিয়া ভাটকে।