শীতে উলের পোশাক পরলেই চোখে জল?

অনেকেরই উলের পোশাকে হাঁচি কাশি অ্যালার্জি হয়ে থাকে।

চুলকানি, ফুলে যাওয়া এবং চোখ লাল হয়ে যাওয়া উলে অ্যালার্জির লক্ষণ।

উলের কাপড়ে সমস্যা কিনা বোঝার নানা উপায় আছে।

উলের পোশাক না পরে সুতির জামা লেয়ার করে পরুন।

ডাক্তারের পরামর্শ নিয়ে অ্যালার্জির ওষুধ খেতে পারেন।

কর্ড, ভারী সিল্ক পরতে পারেন উলের পরিবর্তে।

ডেনিমের জ্যাকেট কলকাতার ঠান্ডায় দারুণ কাজ দেয়।

লেদারের জ্যাকেটও ব্যবহার করতে পারেন।