Image Source: PIXABAY

গরমকালে চুলের জন্যও যে বিশেষ যত্ন দরকার, সেটা কি আমরা খেয়াল রাখি?

গরম মানেই শরীরের বিশেষ যত্ন। না হলে দেহে জলীয় পদার্থের ভারসাম্য হওয়ার আশঙ্কা থাকে।

কিন্তু, একই সঙ্গে চুলের পরিচর্যার দিকেও নজর দেওয়া উচিত, খেয়াল রাখা দরকার।

যেমন, ভালও মানের কন্ডিশনার ব্যবহার করা দরকার। যত বার শ্যাম্পু করবেন, তত বার কন্ডিশনার দেওয়া জরুরি।

গরমের সময়টা চুলে হেয়ার-ড্রায়ার জাতীয় যন্ত্র যতটা সম্ভব কম ব্যবহার করলে ভাল।

চুলে কী শ্যাম্পু, কন্ডিশনার ও সেরাম ব্যবহার করছেন, সেটি ভাল করে দেখে নেওয়া দরকার।

কোনও প্রোডাক্ট সার্বিক ভাবে ভাল হলেও আপনার চুলের পক্ষে উপযুক্ত কিনা, সেটা জেনে নিয়ে তার পর প্রয়োগ করলে ভাল।

এই সময়টা কন্ডিশনিংয়ের উপর বেশি করে জোর দিচ্ছেন অনেকেই।

কারণ কন্ডিশনার চুল থেকে হারিয়ে যাওয়া আর্দ্রতা ফিরিয়ে দেয়।

পাশাপাশি, বাইরে বেরোনোর পরও চুলকে নানা ক্ষতির হাত থেকে রক্ষা করে।